বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

ফকিরাপুলের টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে

05 October 2021

ঢাকা, অক্টোবর ০৪, ২০২১:- উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা শহরের ফকিরাপুল এক্সচেঞ্জের পুরাতন ৭ ডিজিটের টেলিফোন নম্বরসমূহ বিটিসিএল এর নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

পুরাতন টেলিফোন নম্বরসমূহ নিম্মোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে।

এক্সচেঞ্জ

পুরাতন নম্বর

নতুন নম্বর

মন্তব্য

ফকিরাপুল এক্সচেঞ্জ

৭১৯××××

০২২২৪৪০××××

প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন ডিজিটের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর বরাদ্দ প্রদান করা হচ্ছে।

উদাহরন স্বরুপঃ ফকিরাপুল টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন ৭(সাত) ডিজিটের ‘৭১৯××××’ নম্বরটির  পরিবর্তিত নতুন নম্বর হবে ‘০২২২৪৪০××××’।

সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য পুরাতন ও নতুন টেলিফোন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইটে www.btcl.gov.bd দেয়া হয়েছে। নম্বর পরিবর্তনের সাথে সাথে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোনকলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া, সম্মানিত গ্রাহকবৃন্দ নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএল এর কল সেন্টার “১৬৪০২” তে ফোন করতে পারবেন অথবা অফিস সময়ে ০২২২৩৩৮৪৯৯৯ অথবা ০২২২৩৩৫৫০০০ নম্বরে ফোন করতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮’ যুক্ত করে ১৩টি ডিজিট চাপতে হবে।

নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে

ফকিরাপুল একচেঞ্জের নম্বরপ্ল্যান