বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

চাঁপাইনবাবগঞ্জ, নাচোল, রহনপুর, শিবগঞ্জ, ভোলাহাট ও মহারাজপুর এক্সচেঞ্জের টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে

13 August 2021

ঢাকা, আগস্ট ১২, ২০২১ :- উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ, নাচোল, রহনপুর, শিবগঞ্জ, ভোলাহাট ও মহারাজপুর এক্সচেঞ্জের পুরাতন টেলিফোন নম্বরসমূহ বিটিসিএল এর এমওটিএন প্রকল্পের আওতায় নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

পুরাতন টেলিফোন নম্বরসমূহ নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে।

এক্সচেঞ্জের নাম

পুরাতন সাত ডিজিটের নম্বর

এগার ডিজিটের পরিবর্তিত নতুন নম্বর

মন্তব্য

চাঁপাইনবাবগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ

০৭৮১৫XXXX

০২ ৫৮৮৮৯XXXX

প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন নম্বরের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর প্রদান করা হচ্ছে।

নাচোল টেলিফোন এক্সচেঞ্জ

০৭৮১৬XXXX

০২ ৫৮৮৮৯XXXX

রহনপুর টেলিফোন এক্সচেঞ্জ

০৭৮৩৪৫XXXX

০২ ৫৮৮৮৯XXXX

শিবগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ

০৭৮২৫৭XXXX

০২ ৫৮৮৮৯XXXX

ভোলাহাট টেলিফোন এক্সচেঞ্জ

০৭৮২২৫XXXX

০২ ৫৮৮৮৯XXXX

মহারাজপুর টেলিফোন এক্সচেঞ্জ

০৭৮১৯XXXX

০২ ৫৮৮৮৯XXXX

গ্রাহকবৃন্দের পুরাতন ও নতুন নম্বরসমূহের তালিকা বিটিসিএল এর ওয়েব সাইট www.btcl.gov.bd তে দেয়া আছে। নম্বর পরিবর্তনের সাথে সাথে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সম্মানিত গ্রাহকবৃন্দ নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএল এর কল সেন্টার ‘১৬৪০২’ তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে ০৭৮১ ৬১১০০, ০১৭৪৪ ৪২৫৫২২ অথবা ০১৭২৬ ৩১৪৩৩৪ নম্বরে ফোন করতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের বাইরে থেকে পবির্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮’ যুক্ত করে ১৩টি ডিজিট চাপতে হবে।

নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহক বৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।