বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ, তেরখাদা, ডুমুরিয়া, ফুলতলা ও দিঘলিয়া এলাকার টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে

12 April 2021

ঢাকা, এপ্রিল ১২, ২০২১:- উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ, তেরখাদা, ডুমুরিয়া, ফুলতলা ও দিঘলিয়া টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন টেলিফোন নম্বরসমূহ বিটিসিএল এর নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ (এগার) ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ১১ এপ্রিল ২০২১ (রবিবার) হতে শুরু হয়েছে।

টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন নম্বরসমূহ নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে:-

গ্রাহকবৃন্দের পুরাতন ও নতুন নম্বরসমূহের তালিকা বিটিসিএল এর ওয়েব সাইট www.btcl.gov.bd তে দেয়া আছে। নম্বর পরিবর্তনের সাথে সাথে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া, সম্মানিত গ্রাহকবৃন্দ নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএল এর কল সেন্টার ‘১৬৪০২’ তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে ০৪১-৭৬১১০০ অথবা ০৪১-৭৬১০০০ নম্বরে ফোন করতে পারবেন।

নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।  

নম্বর ম্যাপিং এর তালিকা