বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

চট্টগ্রামের গুপ্তখাল ও সিইপিজেড এলাকার টেলিফোন নম্বরসমূহ পর্যায়ক্রমে পরিবর্তন করা হচ্ছে

04 April 2021

উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষে চট্টগ্রাম শহরের গুপ্তখাল ও সিইপিজেড এক্সচেঞ্জের পুরাতন ৬ ও ৭ ডিজিটের টেলিফোন নম্বরসমূহ বিটিসিএল এর MoTN প্রকল্পের মাধ্যমে স্থাপিত নতুন এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।  

পুরাতন টেলিফোন নম্বরসমুহ নিম্মোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে : - 

এক্সচেঞ্জ

পুরাতন নম্বর

নতুন নম্বর

মন্তব্য 

গুপ্তখাল (কেটি)

০৩১-২৫০XXXX 

০২-৩৩৩৩০XXXX

প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন ডিজিটের শেষ ডিজিট সমুহ মিল রেখে নতুন নম্বর বরাদ্ধ প্রদান করা হচ্ছে।

সিইপিজেড

০৩১-৭৪XXXX
 ০৩১-৮০XXXX

০২-৩৩৩৩৪XXXX
 

নম্বর পরিবর্তনের সাথে সাথে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোনকলের মাধ্যমে জানিয়ে দেয়া হচ্ছে। এছাড়া, সম্মানিত গ্রাহকবৃন্দ নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএল এর কল সেন্টার “১৬৪০২”-তে ফোন করতে পারবেন অথবা অফিস সময়ে ‘০২৩৩৩৩১০০০০’ নম্বরে ফোন করতে পারবেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। বাংলাদেশের বাইরে থেকে ঢাকায় পবির্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮০২৩৩৩৩০XXXX’ নম্বরে কল করতে হবে। অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে। 

নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে”।


গুপ্তখাল এর নম্বর সমূহ

সিইপিজেড এর নম্বর সমূহ