বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

আইটি পরিদপ্তর ও সিগন্যালস পরিদপ্তর, সেনাসদর, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত

02 March 2020


ঢাকা ০২ মার্চ ২০২০:- বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকায় গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর আইটি পরিদপ্তর ও সিগন্যালস পরিদপ্তর এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড ( বিটিসিএল) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবিতে বাংলাদেশ সেনাবাহিনীর আইটি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমেদ খান,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,টিই এবং সিগন্যালস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন,এনডিসি,পিএসসি,টিই এর নিকট সমঝোতা স্মারক হস্তান্তর করছেন বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন। সমঝোতা স্মারক এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আইটি এবং টেলিকম অবকাঠামো আদান প্রদান, সরকারের বিভিন্ন আইটি এবং টেলিকম প্রকল্পে দক্ষ ও কারিগরি সহযোগিতা আদান প্রদানের মাধ্যমে বিভিন্ন কাজ দ্রুততম সময়ে সম্পাদন করা সম্ভব হবে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এর মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ.কে.এম. রহমতউল্লাহ এমপি, সভাপতি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মোঃ সফিকুর রহমান, ওএসপি (বার), এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নূর-উর-রহমান, সচিব ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, বিটিসিএল।